ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অচেনা শারজাহ ও ওয়ানডে বিরতিকে ঢাল বানালেন মিরাজ 

অচেনা শারজাহ ও ওয়ানডে বিরতিকে ঢাল বানালেন মিরাজ 

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী মিরাজ। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ১৯:৫৬

সংযুক্ত আরব আমিরাতে ২০১৮ সালে এশিয়া কাপের আসর বসেছিল। শেষবার শারজাহ স্টেডিয়ামে ওই বছরই ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। মধ্যে টি-২০ বিশ্বকাপে এই স্টেডিয়ামে ম্যাচ পেলেও সব মিলিয়ে শারজাহ এখন বাংলাদেশের জন্য অচেনা মাঠ ও কন্ডিশন। 

ওদিকে অনেক দিন ওয়ানডে ফরম্যাটও খেলে না বাংলাদেশ। আফগান সিরিজের আগে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খেলেছেন শান্ত-মিরাজরা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৯২ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এই দুই কারণকেই ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী মিরাজ। 

তিনি বলেন, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে। এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। তবে দুই ম্যাচ নিয়ে না ভেবে একটা করে ম্যাচ নিয়ে এগোতে হবে। আমরা একটু ব্যাকফুটে আছি। অনেকদিন পর শারজাহতে ওয়ানডে খেলছি। এর আগে ওয়ানডে সিরিজ খেলেছি ৭-৮ মাস আগে। এগুলো তাই মানিয়ে নিতে হচ্ছে।’

আফগানিস্তানকে এর আগেও হারিয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচ নিয়ে সেটাও মনে করিয়ে দিলেন মিরাজ, ‘দেখুন আমরা তাদের অনেকবার হারিয়েছি। বিশ্বকাপে তাদের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ও পাই। হোমে টি-২০ জিতেছি। এক ম্যাচ হারায় সব শেষ হয়ে যায়নি।’ 

অসুস্থতার কারণে লিটন দাস আমিরাতে দলের সঙ্গে নেই। সাকিবও নেই। মুশফিক ইনজুরি নিয়ে দলের বাইরে চলে গেছেন। এগুলোকে বড় ক্ষতি উল্লেখ করলেও জাকের আলীর সামনে ভালো সুযোগ দেখছেন মিরাজ, ‘মুশফিক ভাই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলে সমন্বয় আনতে হাতে অনেক বিকল্পও নেই। লিটন অসুস্থ, সে থাকলে হয়তো আরেকটু ভারসাম্য আসত। জাকের আলীর জন্য শুভকামনা। তার জন্য দারুণ সুযোগ।’ 

আরও পড়ুন

×