ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মোজাম্মেল হককে বাদ দিয়ে কাবাডির সংশোধিত অ্যাডহক কমিটি

মোজাম্মেল হককে বাদ দিয়ে কাবাডির সংশোধিত অ্যাডহক কমিটি

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০০:০৬

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বৃহস্পতিবার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। নয়টি ফেডারেশনের এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন সাবেক অনেক কৃতি সংগঠক ও খেলোয়াড়রা। বেশির ভাগ নতুন সদস্যও আছেন কমিটিতে। কিন্তু কাবাডি ফেডারেশনে ছিল এর বিপরীত চিত্র। আগের কমিটির ৩০ থেকে ৪০ ভাগ ব্যক্তিকে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার নতুন অ্যাডহক কমিটির প্রকাশ করার পর আলোচনায় আসে যুগ্ম সম্পাদক হিসেবে কমিটিতে থাকা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক। আগের কমিটিতেও তিনি এই পদে ছিলেন। সবচেয়ে বড় বিষয় ৯ কমিটির সবকটি নাম-পদবি কম্পিউটার টাইপে থাকলেও কাবাডি ফেডারেশনের এই যুগ্ম সম্পাদকের নাম ছিল হাতে লেখা; যাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। প্রভাবশালী কোনো ব্যক্তির সুপারিশে তাঁর নাম যুক্ত করা হয়েছিল কিনা, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেন।

সে মোতাবেক কাবাডির কমিটিতে হাতে লেখা নাম শিরোনামে শনিবার সমকালে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এরপর শনিবারই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাবাডির সংশোধিত অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। যেখানে গাজী মো. মোজাম্মেল হককে যুগ্ম সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়। নতুন ঘোষিত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পান মোঃ ইসরাইল হাওলাদার ও আব্দুল হক।

পদাধিকার বলে আগে থেকেই কাবাডি ফেডারেশনের সভাপতি পদের দায়িত্ব পান পুলিশের মহাপরিদর্শক। ব্যত্যয় হয়নি এবারও। সভাপতি করা হয়েছে পুলিশের বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামকে। কাবাডির খেলোয়াড় না হয়েও এসএম নেওয়াজ সোহাগকে করা হয়েছে সাধারণ সম্পাদক, যিনি আগের কমিটিতে ছিলেন যুগ্ম সম্পাদক। সোহাগকে সাধারণ সম্পাদক করা নিয়ে উঠেছে প্রশ্ন। ২০১৭ সালে অ্যাডটাচ বিজ্ঞাপনী সংস্থা নিয়ে হাজির হয়েছিলেন সোহাগ। বছরে খেলা ছাড়াও ৫৩ লাখ টাকা করে ফেডারেশনের ফান্ডে দেওয়ার জন্য চুক্তিভুক্ত হয়েছিলেন তিনি। সেই হিসাবে গত সাত বছরে সাড়ে তিন কোটির এক টাকাও ফেডারেশনে দেননি তিনি। 

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করে। সেই সার্চ কমিটি ৫৩ ফেডারেশনের সঙ্গে বৈঠক করে। এর পর এই ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি করার জন্য নাম সুপারিশ করে। তিন সপ্তাহ পর্যালোচনা করে ক্রীড়া মন্ত্রণালয় ব্রিজ, টেনিস, স্কোয়াশ, কাবাডি, অ্যাথলেটিকস, বিলিয়ার্ড ও স্নুকার, বাস্কেটবল, দাবা এবং হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে। ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিও ঘোষণা করবে জাতীয় ক্রীড়া পরিষদ।

whatsapp follow image

আরও পড়ুন

×