ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ম্যাচ জয়ের পর নির্ভার ক্যাবরেরা 

ম্যাচ জয়ের পর নির্ভার ক্যাবরেরা 

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০৯:২৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ০৯:২৩

স্বস্তির জয়ে মুখে থাকার কথা হাসি। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছিলেন রাগান্বিত। দুই গোলদাতা মজিবুর রহমান জনি ও পাপন সিংকে চেয়েছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু কোনো ফুটবলারকে কথা বলতে দেবেন না তিনি। হয়তো গত কয়েক দিনের নেতিবাচক সংবাদেই তাঁর রাগটা বেশি। যেটা সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাবরেরার কথাতেই ফুটে উঠেছে। 

শনিবার কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয়টি বাংলাদেশের জন্য যতটা না, তার চেয়ে বেশি স্বস্তি স্প্যানিশ এ কোচের জন্য। কারণ হারলেই বাংলাদেশের কোচের চাকরিটা হারাতে হতো তাঁকে। সেই আশঙ্কা কিছুটা কম হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন ক্যাবরেরা, ‘হ্যাঁ, এই জয়ে আমি এখন চিন্তামুক্ত। বলতে পারেন নির্ভার। আর এই দলটির সঙ্গে গত কয়েক বছর আমার অসাধারণ কেটেছে। দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। ভবিষ্যৎ নিয়ে নতুন সভাপতির সঙ্গে বসব।’ ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ম্যাচে একচেটিয়া ফুটবল খেলেও জিততে পারেনি। গতকালও দারুণ ফুটবল খেলেছে, এবার জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের পারফরম্যান্সের মূল্যায়নে কোনো পার্থক্য দেখেন না ক্যাবরেরা। বরং দল নিয়ে সমালোচনায় প্রশ্ন তাঁর, ‘আপনি বলেছেন আজকে ফ্যান্টাসটিক ফুটবল খেলেছি। আমি কিন্তু তা মানছি না। প্রথম ম্যাচের মতো একই মানের ফুটবল খেলেছি। আজকে আমরা গোল পেয়েছি, যেটা প্রথমটিতে পাইনি। আসলে আপনাদের দলের ওপর বিশ্বাস নেই, শুধু সমালোচনা করেন।’

whatsapp follow image

আরও পড়ুন

×