জোড়া দুঃসংবাদ আর্জেন্টিনার, জরুরি বিকল্প সিমিওনের ছেলে
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৩:৫৪
শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হার দেখলেও ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষ পেরু। সেই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোটে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্যারাগুয়ে ম্যাচে ডানপায়ের চোটে অস্বস্তিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের তারকা জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডেও উড়াল দিয়েছেন। অন্যদিকে, ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন মোলিনা।
এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক দেওয়া হয়েছে গিলিয়ানো সিমিওনেকে। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে। এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা গিলিয়ানো বাবার ক্লাব অ্যাটলেটিকোতেই খেলেন।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি