বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:০৫
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। এর আগেই শনিবার থেকে বিশ্ব ভ্রমণ শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যাতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই আইসিসির এমন উদ্যোগ।
বর্তমানে আয়োজক দেশেই আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, থাকবে ২৪ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই ট্রফি ট্যুর কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ভারতের আপত্তিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মোজাফফরবাদে যাচ্ছে না ট্রফি।
এর অংশ হিসেবে বাংলাদেশেও আসবে এই ট্রফি। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতেও ট্রফি প্রদর্শনের কথা রয়েছে।
এর আগে ২৬ থেকে ২৮ নভেম্বর আফগানিস্তান ভ্রমণ করবে ট্রফিটি। বাংলাদেশ ভ্রমণের পর ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা, ২৫ ডিসেম্বর অস্ট্রেলিয়া, ৬ জানুয়ারি নিউজিল্যান্ড, ১২ জানুয়ারি ইংল্যান্ড ঘুরে ১৫ জানুয়ারি ভারতে পৌঁছাবে। সেখান থেকে ২৭ জানুয়ারি আবার পাকিস্তান পৌঁছাবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
সর্বশেষ বাংলাদেশে আইসিসি আয়োজিত কোনো ট্রফি নিয়ে আসা হয়েছিল গত বছরের আগস্টে। সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল।
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স ট্রফি