প্রথম টেস্টে খেলবেন না রোহিত
ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৮:২৩
পার্থে ২২ নভেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে খেলা হবে না ভারতের অধিনায়ক রোহিত শর্মার। গত শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী ও সন্তানের পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি।
শেষ সময়ে দলের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা ছিল রোহিতের। তবে ভারতীয় অধিনায়ক বোর্ডকে জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন তিনি। রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
প্রথম টেস্টে রোহিতের মতো খেলতে পারবেন না তরুণ ব্যাটার শুভমন গিল। আঙুলের ইনজুরিতে আছেন তিনি। পার্থ টেস্টে তাই ওপেনিং ও তিনে নামার বিবেচনায় আছেন কেএল রাহুল ও অভিমন্যু ঈশ্বরাম।
এর মধ্যে রাহুলও ইনজুরি কাটিয়ে উঠেছেন। অভিমন্যুর এখনও অভিষেক হয়নি। তবে ‘এ’ দলের সঙ্গে থাকা দেবদূত পাড্ডিকাল ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্য একটি অপশন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ায় ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
অ্যাডিলেড ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে। ম্যাচটি হবে দিবারাত্রির গোলাপি বলে। রোহিত ওই ম্যাচের আগে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে দুই দিনের গোলাপি বলের গা গরমের ম্যাচটিও খেলতে চান। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজ অন্তত ৪-১ ব্যবধানে জিততে হবে।
- বিষয় :
- ভারত-অস্ট্রেলিয়া
- রোহিত শর্মা