সাফ জয়ীদের ফ্রিজ উপহার
সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কার। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৪৯
নেপালে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের নারী ফুটবলার ও কোচিং স্টাফদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে ৩২ জনকে এই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং নারী ফুটবল শাখার চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ পিটার বাটলার ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপদেষ্টা এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।
মাহফুজা আক্তার কিরণ জানান, বয়সভিত্তিক পর্যায় থেকে মেয়েদের পাশে ছিল ওয়ালটন। তাদের উৎসাহিত করেছে। সবসময় মেয়েদের পাশে থাকায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি। আগামীতেও এই প্রতিষ্ঠানকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।
- বিষয় :
- সাফ চ্যাম্পিয়নশিপ