ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২১:১৪

ফরিদপুর জেলা স্টেডিয়ামে শ্রীলঙ্কা দল, এমসিসি ক্রিকেট দল পা রেখেছে। ১৯৯৯ সালে ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগের তিনদিনের ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ভেন্যুটির। গত ২৫ বছর এই ভেন্যুতে হয়নি আর কোনো প্রথম শ্রেনির ম্যাচ। অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্টেডিয়ামটিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। 

নিকট ভবিষ্যতে ফরিদপুরে প্রথম শ্রেনির ক্রিকেট ম্যাচ ফিরে পাওয়ার আশাও করছেন টুর্নামেন্ট আয়োজকরা। ফরিদপুরে একটি মানসম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনার কথাও জানান তারা। ফরিদপুরে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ জিয়াউর রহমানের আমলে এই স্টেডিয়ামে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ হয়েছে। অথচ ১৯৯৯ সালের পর আর প্রথম শ্রেণির ম্যাচও হয়নি। আমি এই মাঠে ফুটবল খেলেছি। ভবিষ্যতে ফরিদপুরে ক্রিকেটের জন্য আমরা একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করবো।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, তার জন্ম ফরিদপুরে। বাবার চাকুরির সুবাদে এই শহরেই বড় হয়েছেন। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। 

প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জোহারুল হক শাহজাদা মিয়া জিয়া স্মৃতি ক্রিকেটের ফরিদপুর অঞ্চলের খেলা উদ্বোধন করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পুসহ  আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
 

whatsapp follow image

আরও পড়ুন

×