আফগানদের হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের
সেঞ্চুরি করার পর আজিজুল হাকিম তামিম।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৩:০২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৩:০৫
বাংলাদেশের ক্রিকেটে আরও একজন তামিমের দেখা মিলল। কাকতালীয়ভাবে আজিজুল হাকিম তামিমও টপঅর্ডার ব্যাটার। গতকাল যুব এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই আসরের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। এর পর জুনিয়র টাইগারদের পেস দাপটে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ৪৫ রানের জয় দিয়ে আসর শুরু করেছে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
দুবাই স্টেডিয়ামে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি ছিলেন কয়েক দিন আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জাতীয় দলকে নাস্তানাবুদ করা দীর্ঘদেহী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। ১৮ বছর বয়সী এ রহস্য স্পিনারকে সে নৈপুণ্য দেখেই সপ্তাহখানেক আগে নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই তাঁর ঘূর্ণিতে পড়েছিল বাংলাদেশ। তবে তাঁর স্পিন সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী
১৪২ রান যোগ করেন। যদিও শেষ পর্যন্ত ৬৬ রান করা কালামকে বোল্ড করে জুটি গজনফরই ভাঙেন। এ জুটি ভাঙার পর আজিজুলের সঙ্গে আর কেউ দাঁড়াতে পারেননি। দলের রান দুইশ পার করে সপ্তম উইকেট হিসেবে ১৩৩ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ১০৩ রান করে আউট হন আজিজুল। তৃতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে ৯ নম্বরে নামা রাফির ব্যাট থেকে।
এই রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৬ রান তুলে নিয়েছিল আফগানরা। নাসির খান ও ফয়সাল খানের দাপটে ম্যাচ তাদের নিয়ন্ত্রণেই চলে গিয়েছিল। কিন্তু এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান পেসাররা। ৬৭ রানের মধ্যে শেষ ৮ উইকেট তুলে নিয়ে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে আনেন তিন পেসার আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা। দু’দলের ইনিংসের শেষ দিকেই ধস নামে। তবে পার্থক্য গড়ে দিয়েছে মূলত আজিজুলের সেঞ্চুরি।
- বিষয় :
- ক্রিকেট