১৬ গোলের মেলায় ফেভারিটদের শুরু
বসুন্ধরা কিংসের হয়ে গোলদাতা জারেদ খাসার সঙ্গে ইসাহের উদযাপন। ছবি: বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৩:৩২
জোড়াতালি দিয়ে দল গড়া। পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি। ফুটবলারদের হাতে ওঠেনি কোনো পারিশ্রমিক। সমস্যায় জর্জরিত চট্টগ্রাম আবাহনী প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচেই পড়ে কঠিন চ্যালেঞ্জে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে লড়াই করতে পারেনি বন্দরনগরীর ক্লাবটি।
গতকাল কিংস অ্যারেনায় দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বসুন্ধরা। গত মৌসুমে তাদের চ্যালেঞ্জ জানানো মোহামেডান স্পোর্টিং ক্লাবও পেয়েছে উড়ন্ত সূচনা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে ২-১ গোলে। ফেভারিটদের জয়ের দিনে শুক্রবার প্রিমিয়ার লিগের প্রথম দিনে তিন ম্যাচে হয়েছে ১৬ গোল।
স্বাধীনতার আগে কিংবা পরে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ছিল ঢাকার ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ধীরে ধীরে সেই দলটি হারিয়ে যায় দেশের ফুটবলের সর্বোচ্চ স্তর থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নতি হয়ে প্রিমিয়ার লিগে ওঠা ওয়ান্ডারার্সের শুরুটা হয়েছে লজ্জাজনক।
মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতের ফুটবলশৈলীতে ওয়ান্ডারার্স ছিল অসহায়। একসময় সাদা-কালোদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ঘরোয়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা হিসেবে হিসেবে দেখা হতো। সেই মোহামেডানের কাছে পাত্তা পায়নি তারা।
গাজীপুরে ওয়ান্ডারার্স শুধুই স্থানীয়দের নিয়ে একাদশ গড়েছিল। ফলে বিদেশিদের গোলের তোড়েই উড়ে গেছে তারা। মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে একাই দুই গোল করেন। এ ছাড়া দুই বিদেশি নাইজেরিয়ান এমানুয়েল সানডে ও ঘানার বুয়েটং আর্নেস্ট এবং স্থানীয় ফুটবলার রাকিবুল ইসলাম ও সৌরভ দেওয়ান একটি করে গোল করেন।
কিংস অ্যারেনায় পুরো ম্যাচেই ছিল বসুন্ধরার আধিপত্য। বসুন্ধরার হয়ে সমান দুটি করে গোল করেন ফরাসি ফরোয়ার্ড জারেদ খাসা ও রাকিব হোসেন। একটি করে গোল করেন ফাহিম, মজিবুর রহমান জনি ও অধিনায়ক মিগুয়েল ফেরেইরা।
- বিষয় :
- ফুটবল
- আবাহনী
- বসুন্ধরা কিংস
- বাফুফে