উইলিয়ামসনের ম্যাজিক ফিগার, বড় হারের শঙ্কায় কিউইরা
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৬:৫১
ক্রাইস্টচার্চ টেস্টে পরাজয়ের পথে রয়েছে নিউজিল্যান্ড। সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৯৯ রানের বিশাল সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে স্বাগতিক কিউইরা। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড মাত্র ৪ রানের।
তবে দল যখন বড় চাপে, তখন দ্বিতীয় ইনিংসেও হাল ধরেন কেন উইলিয়ামসন। ৮৬ বলে ৭ চারে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে ৯৩ রানে আউট হওয়া উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও ছিলেন দৃঢ়। তার ব্যাট থেকেই এসেছে এই ইনিংসের একমাত্র ফিফটি। ইনিংসের পথে তিনি কিউইদের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন।
তবে আরও একটি অর্জন থেকে এক ধাপ দূরে থেমে যেতে হয়েছে তাকে। টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকলেও আপাতত তার চারের সংখ্যা ৯৯৯। ইংল্যান্ডের ক্রিস ওকসের বলে আউট হওয়ার আগে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ হাতছাড়া করেন সাবেক কিউই অধিনায়ক। দিনশেষে ক্রিজে রয়েছেন ড্যারি মিচেল (৩১*) এবং নাথান স্মিথ (১*)। স্বাগতিকরা বঢ় পরাজয়ের শঙ্কায় দিন শেষ করেছে।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের পক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন হ্যারি ব্রুক। ১৯৭ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে অধিনায়ক বেন স্টোকস করেন ৮০ রান এবং ওলি পোপ ৭৭ রান। বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে সফরকারীরা।
নিউজিল্যান্ডকে এখন চতুর্থ দিনে বড় কোনো অলৌকিক কিছু করতে হবে পরাজয় এড়াতে।
- বিষয় :
- নিউজিল্যান্ড
- ইংল্যান্ড