ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হকিতে মালয়েশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

হকিতে মালয়েশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২১:৩৩

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ হকি বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে খেলছে। স্বাগতিক ওমানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। আজ (শনিবার) গ্রুপের তৃতীয় ম্যাচে তারা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করেছে।

৩ ম্যাচে এক জয়, সমান ড্র ও হারে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান টেবিলের তিন নম্বরে। সমান ম্যাচে মালয়েশিয়ার পয়েন্ট ৭। আগামীকাল গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

শনিবার ম্যাচের ২ মিনিটে লিড নেন মালয়েশিয়ান যুবারা। দানিয়েল দানিশের ফিল্ড গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলটি দলকে সমতা ফেরায়। এর পর উজ্জীবিত হয়ে খেলে মওদুদুর রহমান শুভর দল। তৃতীয় কোয়ার্টারে লিডও নেয় তারা। 

ম্যাচের ৩৬ মিনিটে হাসান ফিল্ড গোল করেন। পেনাল্টি স্ট্রোকে গোল করতে না পারার কষ্টটা ভুলে যান তিনি। ৪ মিনিট পরই সমতা ফেরায় মালয়েশিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন মোহাম্মদ নোরিজাম। ২-২ স্কোরলাইন নিয়েই টার্ফ ছাড়েন ছন্দে থাকা বাংলাদেশের যুবারা।

whatsapp follow image

আরও পড়ুন

×