টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান-রানা
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০২:০১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টসের কথা ছিল। কিংস্টনে মাঠ অপ্রস্তুত থাকায় টসে বিলম্ব হয়েছে। সেই সঙ্গে ভেস্তে যায় দিনের এক সেশন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর টস হয়। টসে জিতে বাংলাদেশ আগে ব্যাট করবে।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে এসেছেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে নাহিদ রানাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
- বিষয় :
- ক্রিকেট
- বাংলাদেশ
- ওয়েস্ট ইন্ডিজ