ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সাদমানের ফিফটিতে দিনশেষে স্বস্তিতে বাংলাদেশ

সাদমানের ফিফটিতে দিনশেষে স্বস্তিতে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০৯:৩৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ০৯:৩৬

বৃষ্টিবিঘ্নিত জ্যামাইকা টেস্টে দিনশেষে লড়াইয়ের মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ১০ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপুর জুটিতে স্বস্তি খুঁজে পায় সফরকারীরা। দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯।

শনিবার (৩০ নভেম্বর) প্রথম দিনে খেলা হয় মাত্র ৩০ ওভার। ভেজা আউটফিল্ডের কারণে টস ও ম্যাচ শুরুতে বিলম্ব হয়। বিকেলে ম্যাচ গড়ানোর পর কেমার রোচের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৮ রানে মাহমুদুল হাসান জয় ক্যাচ দিয়ে বিদায় নেন। এর কিছুক্ষণ পরই শূন্য রানে আউট হন অভিজ্ঞ মুমিনুল হক।

এরপর সাদমান ও দীপু ধৈর্য ধরে খেলতে থাকেন। যদিও ক্যারিবীয় ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসে তারা সুযোগ পান। সাদমান ক্যারিয়ারের প্রথম ছক্কাসহ অপরাজিত ৫০ রান করেন, যা তার পঞ্চম অর্ধশতক। দীপু ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

প্রথম দিনের খেলা বৃষ্টিতে কমে যাওয়ায় দ্বিতীয় দিনে টাইগাররা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে।

whatsapp follow image

আরও পড়ুন

×