মুমিনুলের বিব্রতকর রেকর্ড, ছাড়িয়ে গেলেন আশরাফুলকে
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০৯:৫১
‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি পেয়ে দাপুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত মুমিনুল হক এখন ভিন্ন চিত্রে ধরা দিচ্ছেন। ধারাবাহিকতা হারিয়ে একবার বাদ পড়ার পর দলে ফিরলেও সেই পুরনো ছন্দ ফিরে পাননি। এবার জ্যামাইকায় চলমান টেস্টে গড়লেন এক বিব্রতকর রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কেমার রোচের বলে ৬ বল খেলে কোনো রান না করেই আউট হন মুমিনুল। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিজের নামে করে ফেললেন। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে, যিনি ৬১ টেস্টে ১৬ বার ডাক মেরেছিলেন।
শূন্য রানে আউটের তালিকায় মুমিনুলের পর রয়েছেন পেসার খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম, যারা ১৩ বার ডাক মেরেছেন। সমান সংখ্যকবার শূন্য রানে আউট হয়েছেন মুশফিকুর রহিমও।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। ১০ রানেই দুই ওপেনারের বিদায়ের পর সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দিন শেষে সাদমানের অপরাজিত অর্ধশতকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ।
এদিকে, এই ম্যাচে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেট নিজের ৮৬তম টানা টেস্ট খেলেছেন, যা একটি মাইলফলক। এতদিন রেকর্ডটি ছিল কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের। ২০১৪ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের কোনো টেস্ট ম্যাচ মিস করেননি ব্রাফেট।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৯ রান। তবে দিনটি ছিল মুমিনুলের হতাশাজনক পারফরম্যান্স আর বিব্রতকর রেকর্ডের জন্য স্মরণীয়।