দেশিদের নিয়েই জিতল আবাহনী
ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১০:৪১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১১:১৭
ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব ছিল বিদেশি নির্ভর। বিপরীতে ঢাকা আবাহনী পেশাদার ফুটবলের যুগে এই প্রথম বিদেশি ছাড়া মাঠে নামে। গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ ফুটবলে আকাশি-নীল জার্সিধারীদের সঙ্গে সমানতালে লড়াই করে ফকিরাপুল।
প্রথমার্ধে একেএম মারুফুল হকের দলকে গোল বঞ্চিত করে তারা। তবে বিরতির পর আর পারেনি বিসিএল থেকে উন্নতি হয়ে প্রিমিয়ারে ওঠা ফকিরাপুল। দেশিদের নিয়ে ফকিরাপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে আবাহনী। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের কাছে ৩-১ গোলে হেরেছে ফর্টিস ফুটবল ক্লাব।
শনিবার গাজীপুরে উপভোগ্য ফুটবল খেলে দু’দল। বিদেশি খেলোয়াড় নিয়ে একাধিকবার আক্রমণে গেলেও গোল পায়নি ফকিরাপুল। মারুফুল হকের দলও কম দাপট দেখায়নি। যদিও আক্রমণগুলো বারের ওপর দিয়ে কিংবা পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ম্যাচের ৭১ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন।
এনামুলই ছিলেন ম্যাচসেরা। ম্যাচসেরার পুরস্কার জিতে বলেছেন, ‘গোল করতে পেরে ভালো লেগেছে। দল জেতায় ভীষণ খুশি।’ খেলার শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে আকাশি-নীল জার্সিধারীরা। স্পট কিক থেকে গোল করেন জাফর ইকবাল।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের সবকিট গোল হয়েছে বিরতির পর। ৫৯ মিনিটে রহমতগঞ্জ প্রথম গোল পায়। মাহমুদ ওশি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ৮ মিনিট পর কাহারবার পাসে তাজউদ্দিন ব্যবধান দ্বিগুণ করেছেন।
৭০ মিনিটে ফেলিক্স তেতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ব্যাকফুটে ফেলে দেন। পাসটি দিয়েছিলেন বোয়েটাং। যদিও ৭৪ মিনিটে মঞ্জুরুর রহমান মানিক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তাঁর দল সফল হতে পারেনি। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
- বিষয় :
- আবাহনী