ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

পালাতে চান না গার্দিওলা

পালাতে চান না গার্দিওলা

পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১১:৪২

এতটা কঠিন সময়ের মুখোমুখি ক্যারিয়ারে আর হননি পেপ গার্দিওলা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন তাঁর দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে রয়েছে টানা ৫ হারের দুঃসহ অভিজ্ঞতা! তবে এই অবস্থা থেকে দলকে পুনর্গঠনের সুযোগ চান গার্দিওলা। নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে চান স্প্যানিশ এ কোচ। আজ লিভারপুলের বিপক্ষেই শুরু করতে চান কাজটা। গার্দিওলা যার বিপক্ষে আজ কৌশল সাজাবেন, সেই আর্নে স্লট আবার তাঁরই গুণমুগ্ধ ভক্ত। লিভারপুলের এ ডাচ কোচের অনুপ্রেরণা নাকি গার্দিওলা!

গার্দিওলার কোচিংয়ে গত সাত মৌসুমের মধ্যে ছয়টিতেই শিরোপা জিতেছে সিটি। এর মধ্যে সর্বশেষ চার মৌসুম টানা চ্যাম্পিয়ন। সেই সিটি লিগের ১২ রাউন্ড শেষেই লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। আজ হারলে ব্যবধানটা ১১ পয়েন্টে চলে যাবে। তবে দলকে লড়াইয়ে ফেরানোর সুযোগ চান তিনি, ‘অবশ্যই ভাবছি তাদের (খেলোয়াড়দের) সাহায্য করার জন্য কী করা যায়। খেলোয়াড় ও কোচের ক্যারিয়ারে এ ধরনের পরিস্থিতি আসে। আর যখন আসে, তখন তা গ্রহণ করতে হয়, সে চ্যালেঞ্জটা নিতে হয়। জিততে না পারলে যে সমস্যায় পড়তে হবে, তা আমি জানি।’ 

তিনি আরও যোগ করেন, ‘যে মুহূর্তে আমি অনুভব করব যে, আমি দলের জন্য ইতিবাচক নই, তখন অন্য একজন আসবেন। তবে আমি পালাতে চাই না, চেষ্টা করার সুযোগ চাই। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত, পরের মৌসুমেও এখানে থেকে দলকে পুনর্গঠন করতে চাই। সেই চ্যালেঞ্জ নেওয়ার ও কাজ করার সুযোগ চাই।’

গার্দিওলার আজকের প্রতিপক্ষ আর্নে স্লট ভূয়সী প্রশংসা করেছেন তাঁর। গার্দিওলা যখন বার্সার কোচ হিসেবে একের পর এক ট্রফি জিতছিলেন, তখন স্পার্টা রটার্ডামের মিডফিল্ডার ছিলেন। কোচিংয়ে তিনিই নাকি এই ডাচের অনুপ্রেরণা, ‘লিওনেল মেসিকে দেখাটা সব সময়ই আনন্দের। এর বাইরে ফুটবল যারা ভালোবাসেন, তাদের জন্য গার্দিওলার দলের ১০ খেলার মধ্যে অন্তত ৯টি দেখে তারা আনন্দ পাবেন। তিনি সব সময় নতুন কিছু করতে পছন্দ করেন। তাঁর পরিকল্পনায় প্রতিনিয়তই আপনি ভিন্ন কিছু পাবেন।’

whatsapp follow image

আরও পড়ুন

×