আমোরিমের দুর্দান্ত ম্যানইউ দেখল ওল্ড ট্রাফোর্ড

দুটি করে গোল করেছেন রাশফোর্ড ও জির্কজি। তাদের উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৩
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়িয়ে প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে কষ্টের জয়ের পর তৃতীয় ম্যাচে ভক্তদের দুর্দান্ত জয় উপহার দিয়েছেন রুবেন আমোরিম। রোববার ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অল রেডসরা।
ম্যাচে দুটি করে গোল করেছেন ম্যানইউ ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড ও স্ট্রাইকার জসুয়া জির্কজি। ম্যাচের ৩৪ মিনিটে প্রথম লিড নেয় আমোরিমের ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজের পাসে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।
ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন চলতি মৌসুমে ম্যানইউ’তে যোগ দেওয়া ডাচ স্ট্রাইকার জির্কজি। ওই গোলও আসে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের সহায়তায়।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেছেন আইভরিয়ান মিডফিল্ডার আমাদ দাইলো। তিনি দ্বিতীয়ার্ধের শুরুতে রাশফোর্ডকে দিয়ে গোল করেন। এরপর ৬৪ মিনিটে জির্কজিকে দিয়ে করান দলের চতুর্থ গোল। সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত এক রেড ডেভিলসদের দেখল ভক্তরা।
- বিষয় :
- ম্যানচেস্টার ইউনাইটেড
- প্রিমিয়ার লিগ