মেয়েদের টি-২০ দল ঘোষণা
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে ওপেনার ফারজানা। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮:১০
আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে বিসিবি।
টি-২০ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে প্রথমবার ডাক পেয়ে ভালো করেননি তাজ নেহার। তাকে এই সিরিজে রাখা হয়েছে। আছেন জান্নাতুল ফেরদৌস ও সানজিদা আক্তাররা। পেসার মারুফা আক্তার নেই টি-২০ সিরিজে। তবে অভিজ্ঞ জাহানারা আলম আছেন দলে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আগামী ৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবে। পরের দুই টি-২০ হবে যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফাহিমা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার ও সানজিদা আক্তার।
- বিষয় :
- নিগার সুলতানা জ্যোতি
- নারী ক্রিকেট