বিশাল জয় ভারতের, কেমন করলেন বৈভব
১২২ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক আমান। ছবি: এসিসি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের ম্যাচে ব্যর্থ হয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। রান পাননি ১৪ বছর বয়স হওয়ার আগেই আইপিএল নিলামে কোটি রুপিতে দল পাওয়া বৈভব সূর্যকুমার।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২১১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। তবে এবার শুরু পেলেও রান বড় করতে পারেননি ওপেনার বৈভব।
শুরুতে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ তোলে। ওপেনার আয়ূশ মাত্রে ২৯ বল খেলে ৫৪ রান করে আউট হন। ছয়টি চার ও চারটি ছক্কা তোলেন তিনি। বৈভব ২৩ বল খেলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে আউট হন।
তিনে নেমে আন্দ্রে সিদ্ধার্ত ৩৫ রান করেন। তবে ভারতীয় যুবাদের হয়ে সেরা ইনিংসটা খেলেছেন অধিনায়ক মোহামেদ আমান। তিনি ১১৮ বল খেলে সাতটি চারের শটে ১২২ রান করেন। অলরাউন্ডার কেপি কার্তিয়েকা ৫৭ রানের ইনিংস খেলেন।
জবাবে ৮ উইকেটে ১২৮ রান করতে পারে জাপান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার হুগো কেলি ৫০ রান করেন। মিডলে চার্লেস হিঞ্জা ৩৫ রান যোগ করেন। ভারতের হয়ে চেতন শর্মা, হার্ডিক রাজ ও কার্তিকেয়া দুটি করে উইকেট নেন।
- বিষয় :
- বৈভব সূর্যবংশী