পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন বাবর, বাদ সাজিদ
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৫:১৮
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন সংস্করণের আলাদা দল ঘোষণা করেছে। তবে বাদ পড়েছেন ইংল্যান্ড বধের নায়ক সাজিদ খান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়া বাবর এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন।
প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে, যেখানে স্পিনারদের প্রভাব কম। সাজিদ বাদ পড়ার অন্যতম কারণ এটি। টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস, আর শাহিন আফ্রিদিকে রাখা হয়নি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। ইংল্যান্ড সিরিজে অবশ্য ভালো করা আরেক স্পিনার নোমান আলী অবশ্য জায়গা ধরে রেখেছেন।
বাবর ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণের দলে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা। নাসিম শাহকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সফর। ১০ ডিসেম্বর পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি, সিরিজ শেষ হবে ৩ জানুয়ারিতে শুরু হওয়া কেপটাউন টেস্ট দিয়ে।
টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী আগা।
ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির এবং উসমান খান (উইকেটরক্ষক)।
টি-টোয়েন্টি দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম , তৈয়ব তাহির এবং উসমান খান (উইকেটরক্ষক)।
- বিষয় :
- পাকিস্তান ক্রিকেট দল