ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

হকিতে চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

হকিতে চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

হকির জুনিয়র বিশ্বকাপ নিশ্চিত করার পর বাংলাদেশের খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৫

মঙ্গলবার পূরণ হয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন। জুনিয়র হকির বিশ্বকাপ নিশ্চিতের পরদিন আজ (বুধবার) আরেকটি অর্জন ধরা দিয়েছে বাংলাদেশ দলে। ওমানের মাসকাটে মোহাম্মদ হাসান এবং আমিরুল ইসলামের হ্যাটট্রিকে চীনকে ৬-৩ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপে পঞ্চম হয়েছে মওদুদুর রহমান শুভর দল। 

হকির বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এটাই সেরা সাফল্য বাংলাদেশের। সাফল্যের রঙে ভাসা মেহেরাব হাসান-সৈকতরা আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা ফিরবেন। হকির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটা দলকে বৃহস্পতিবার বিমানবাহিনীর ফ্যালকন হলে দেওয়া হবে সংবর্ধনা।

বাংলাদেশ    ৬: ৩     চীন

গ্রুপ পর্বে এই চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার পঞ্চম বা ষষ্ঠ স্থান নির্ধারণী লড়াইয়ে শুভর দলের সামনে দাঁড়াতেই পারেনি চীন। ম্যাচের প্রথম মিনিটে হাসানের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। ১১ মিনিটে সমতা আনে চীন। ১৯ মিনিটে জ্যাংয়ের পেনাল্টি কর্নার গোলে এগিয়েও যায় তারা। 

দুই মিনিট পরই পিসিতে সমতা ফেরান আমিরুল। এর পর ২৬ ও ৩০ মিনিটে পিসির মাধ্যমে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমিয়ে আনে চীন। শুরুর মতো শেষটাও দারুণ করেন হাসান। ৫২ এবং ৬০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বড় জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের যুবারা। 

আরও পড়ুন

×