ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

৭৩ লাখ টাকা পুরস্কারে বিওএ ম্যারাথন

৭৩ লাখ টাকা পুরস্কারে বিওএ ম্যারাথন

বিওএ ম্যারাথনের লোগো উন্মোচন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৭

প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে ম্যারাথন। ২০ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের জলসিঁড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেবেন। নারী-পুরুষ বিভিন্ন ক্যাটেগরি মিলিয়ে এই ম্যারাথনে প্রায় ৫ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৯৩ জয়ী অ্যাথলেটকে ৭২ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে। 

বিওএ ম্যারাথনে ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন ২১.১০ কিলোমিটার দূরত্বে দুটি প্রতিযোগিতা হবে। ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটেগরিতে দৌড়াবেন। যারা পেশাদার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, তারা এলিট বিভাগের অন্তর্ভুক্ত। এছাড়া ১৮-৫০ বছর পর্যন্ত সাধারণ একটি ক্যাটেগরি রয়েছে। 

বুধবার বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘সভাপতি মহোদয়ের নির্দেশনায় বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএর বছরে অন্তত দুবার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’  

ক্যাটেগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী দেড় থেকে ২ লাখ টাকা আর্থিক পুরস্কার পাবেন। ২০তম হয়েও ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে। বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে এমন পুরস্কার। এবার খুব স্বল্প সময়ে দ্রুত আয়োজন হচ্ছে। পরবর্তী সময়ে আরও বড় পরিসরে বিদেশিদের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ 

আরও পড়ুন

×