ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সিলস-সিনক্লিয়ারকে শাস্তি দিল আইসিসি

সিলস-সিনক্লিয়ারকে শাস্তি দিল আইসিসি

ব্যাটিংয়ের সময় সিলস। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৮

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জাইডেন সিলস ও কেভিন সিনক্লিয়ারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভঙ্গ করায় এই সাজা পেলেন তারা।

সিলসকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জ্যামাইকা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে ব্যাটারের সঙ্গে অতি আগ্রাসী আচরণ করেন তিনি। তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

সিনক্লিয়ারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একাদশে ছিলেন না তিনি। ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটারকে স্লেজিং করতে থাকেন। রেফারি তাকে নিষেধ করলেও তা অমান্য করেন তিনি। তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

মাঠে থাকা আম্পায়ার আসিফ ইয়াকুব, কুমার ধর্মসেনা এবং থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার জাহিদ বাসারাথ তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে আনিত অভিযোগ মেনে নেওয়ায় শুনানির দরকার পড়েনি। 

আরও পড়ুন

×