গোলাপি বলের টেস্টে ১৮০ রানে অলআউট ভারত
রোহিতকে আউট করে বোল্যান্ডের উচ্ছ্বাস। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৫:২১
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে গেছে ভারত। মিশেল স্টার্ক আগুনে বোলিং করেছেন।
বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় এই টেস্টে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ওপেনার জশস্বী জয়সোয়াল গোল্ডেন ডাক মেরে ফিরে যান। পরে তিনে নামা শুভমন গিলকে নিয়ে কেএল রাহুল ৬৯ রানের জুটি গড়েন। রাহুল ৩৭ রানের ইনিংস খেলে আউট হন।
শুরু হয় ধস। একশ’ রানের পরই ৬ উইকেট হারিয়ে বসে ভারত। অভিজ্ঞ বিরাট কোহলি ৭ রান করে ফিরে যান। পরেই ৩১ রান যোগ করে আউট হন শুভমন গিল। ছয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত কেবল ৩ রান যোগ করতে পারেন। ঋষভ পান্ত ২১ রান করে দলের ১০৯ রানে ফিরলে বিপদ ঘটিয়ে আসে ভারতের।
সেখান থেকে নিতিশ রেড্ডি ও অশ্বিনের ব্যাটে কিছুটা চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ পেয়েছে ভারত। রেড্ডি দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান যোগ করেন। অশ্বিন খেলেন ২২ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে পেসার মিশেল স্টার্ক ৪৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন। জস হ্যাজলউডের জায়গায় একাদশে ঢোকা স্কট বোল্যান্ড নেন ২ উইকেট। বাকি দুই উইকেট যায় অধিনায়ক প্যাট কামিন্সের দখলে।
- বিষয় :
- ভারত-অস্ট্রেলিয়া