ক্রিস্টালে সান্ত্বনার পয়েন্ট ম্যানসিটির

ছবি-সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০১:০৬
সাত ম্যাচে জয়বিহীন থাকার পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। শনিবার আবার পা হড়কেছে তারা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ গোলের সমতা করেছে। পেয়েছে সান্ত্বনার একটি পয়েন্ট।
সেলহার্স্ট পার্কে ম্যাচের ৪ মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। গোল করেন মুনোজ। ৩০ মিনিটে আর্লিং হালান্ড ওই গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় প্যালেস। ৫৬ মিনিটে ঘরের মাঠে গোল উদযাপন করেন তারা। ৬৮ মিনিটে ওই গোল শোধ করে সিটিজেনদের এক পয়েন্টে এনে দেন লেইস। পরে তিনিই লাল কার্ড দেখে ছাড়েন ম্যাচ।
পয়েন্ট হারালেও ম্যানসিটি অবশ্য সেরা চারে জায়গা করে নিয়েছে। এক ম্যাচ কম খেলে আর্সেনাল ও চেলসি আছে তাদের ওপরে। শীর্ষে থাকা লিভারপুৰ এক ম্যাচ কম খেলে তুলেছে ৩৫ পয়েন্ট। ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা।
- বিষয় :
- ফুটবল
- ম্যানসিটি
- ম্যানচেস্টার ইউনাইটেড