লঙ্কানদের উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে প্রোটিয়ারা
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫০
লড়াইয়ের বার্তা দিলেও দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে পারলো না শ্রীলঙ্কা। ১০৯ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল তারা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১ শতাংশ। ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত।
পোর্ট এলিজাবেথে ৩৪৯ রান তাড়া করতে নেমে সোমবার (৯ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ২৩৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। আগের দিনের স্কোরকার্ডের সঙ্গে আজ ৩৩ রান যোগ করেই অলআউট লঙ্কানরা। শেষ ৫ উইকেট তারা হারিয়েছে মাত্র ৩৩ রানে। প্রোটিয়াদের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ।
৫ উইকেটে ২০৫ রানে শেষ দিনের খেলা শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দুই জনই সমান ৩৯ রানে অপরাজিত ছিলেন। শুরুটা দেখেশুনেও শুরু করেছিলেন তারা। কিন্তু মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান মেন্ডিস। দলীয় ২১৯ রানে মেন্ডিসের (৭৬ বলে ৪৬) পতন হলে ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এরপর ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার ড্যান প্যাটারসন। অন্যদিকে টেম্বা বাভুমা টেস্ট প্রত্যাবর্তনটা রাঙালেন সিরিজসেরা হয়ে। দুই টেস্টের চার ইনিংসেই কমপক্ষে ফিফটি করেছেন তিনি। এক সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৩২৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এর আগে ডারবান টেস্টে ২৩৩ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
- বিষয় :
- শ্রীলঙ্কা
- দক্ষিণ আফ্রিকা