ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

২২৭ রানে অলআউট বাংলাদেশ

২২৭ রানে অলআউট বাংলাদেশ

ব্যর্থ হয়ে ফেরেন লিটন দাস। ছবি: ক্রিকেট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ০২:২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে মেহেদী মিরাজের দল। ১১৫ রানে ৭ উইকেট পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিবের ব্যাটে দুইশ’ ছাড়িয়েছে দল।

টস হেরে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান ওপেনার সৌম্য সরকার (২) ও তিনে নামা লিটন দাস (৪) ও চারে নামা অধিনায়ক মেহেদী মিরাজ (১)। পরেই আউট হন ভালো ব্যাটিংয়ের আশা দেওয়া ওপেনার তানজিদ তামিম। তার ব্যাট থেকে ৩৩ বলে ৪৬ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুইটি ছক্কা মারেন তিনি।

এরপর আফিফ ও জাকের আলী ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের ১০০ রানে আফিফ ২৯ বলে ২৪ রান করে আউট হন। পরেই জাকের আলী (৩) ও রিশাদ আউট হন। ওই ধ্বংসস্তূত থেকে ৯২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব। পেস অলরাউন্ডার সাকিব ৬২ বলে ৪৫ রান করে আউট হন। তার ব্যাট থেকে দুটি ছক্কা ও চারটি চার আসে। 

মাহমুদউল্লাহ দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। তিনি ৯২ বলের মুখোমুখি হয়ে চারটি ছক্কা ও দুটি চারের শটে ওই রান করেন। অভিজ্ঞ রিয়াদ ফিরতেই বাংলাদেশের ইনিংস একপ্রকার শেষ হয়। শরিফুল ইসলাম দুই চার ও এক ছক্কায় ১৫ রান করে দলের রান কিছুটা বাড়িয়ে নেন। বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন উইন্ডিজ পেসার জাইডেন সিলস। তিনি ৯ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। 

 

 

আরও পড়ুন

×