২১৯ দিন পর ফিরে ব্যর্থ তামিম, হারল দল
লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যর্থ তামিম। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৮
জাতীয় ক্রিকেট লিগ টি-২০’র প্রথম ম্যাচে রংপুর বিভাগের কাছে হেরেছে চট্টগ্রাম বিভাগ। এই ম্যাচ দিয়ে ২১৯ দিন পর মাঠে ফেরেন তামিম ইকবাল। তার ব্যাট থেকে আসে ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রানের ইনিংস।
এনসিএলে এই ম্যাচের আগে তামিম গত ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলেছিলেন। লম্বা বিরতি যাওয়ায তার ফিটনেস টেস্ট দিয়ে পাস করে তবেই এনসিএলে জায়গা পেতে হয়েছে।
রংপুরের বিপক্ষে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৯ উইকেটে ১৩২ রান তোলে। সেট হলেও রান পাননি মাহমুদুল হাসান জয় (১৮), অধিনায়ক ইয়াসির আলী রাব্বিরা (১৮)। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করের মুমিনুল হক। ইরফান শুক্কুর ১৯ বলে ২০ রান যোগ করেন।
জবাবে ৩.১ ওভার থাকতে ৫ উইকেটে জিতেছে রংপুর। ওপেনার তানভির হায়দার ৪১ রান করেন। অধিনায়ক আকবর আলী ২৫ রানের ইনিংস খেলেন। এর আগে রংপুরের মুকিদুল মুগ্ধ ৩টি ও আলাউদ্দিন বাবু ২ উইকেট নেন।
- বিষয় :
- এনসিএল টি-২০
- তামিম ইকবাল