ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ, ভাঙলেন কাসপারভের রেকর্ড

দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ, ভাঙলেন কাসপারভের রেকর্ড

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২২:২৮

দাবায় নতুন ইতিহাস গড়লেন ভারতের গুকেশ ডোম্মারাজু। মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে তিনি দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে গ্যারি কাসপারভের ২২ বছর বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে দিলেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে গুকেশ ৭.৫-৬.৫ পয়েন্টে জয় ছিনিয়ে নেন। ১৩ রাউন্ড শেষে সমতায় থাকা এই দুই দাবাড়ুর মধ্যে শেষ রাউন্ডে ডিং একটি মারাত্মক ভুল করেন, যা গুকেশের জয় নিশ্চিত করে।

শিরোপা জিতেই কেদে ফেলেন গুকেশ। বলেন, '১০ বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখে আসছি আমি।'

বিশ্ব শিরোপা জয়ী ইতিহাসের ১৮তম দাবাড়ু এবং দ্বিতীয় ভারতীয় গুকেশ। তার আগে পাচ বার বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন বিশ্বনাথন আনন্দ। কদিন আগে চেস অলিম্পিয়াডের শিরোপা জয়েও ভারতকে নেতৃত্ব দিয়েছেন গুকেশ। 

আরও পড়ুন

×