ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

আবারও অবসর ঘোষণা ইমাদ ওয়াসিমের

আবারও অবসর ঘোষণা ইমাদ ওয়াসিমের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:০০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। গত বছরের নভেম্বরে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন পাকিস্তান দলের প্রয়োজনে। আজ আবারও অবসর নিলেন ৩৬ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সবুজ জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকবে।’

জাতীয় দলকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি, ‘যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’

পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাট হাতে ৫৫৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭৩ উইকেট। আর ৫৫ ওয়ানডেতে ৪২.৮৬ গড়ে তার রান ৯৮৬, উইকেট ৪৪।

আরও পড়ুন

×