ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

বিএসপিএ ফিচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন সমকালের সঞ্জয়

বিএসপিএ ফিচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন সমকালের সঞ্জয়

স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ফিচার রিপোর্টে (রনজিৎ বিশ্বাস ট্রফি) তিনি এই পুরস্কার পেয়েছেন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪১

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ফিচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ফিচার রিপোর্টে (রনজিৎ বিশ্বাস ট্রফি) তিনি এই পুরস্কার পেয়েছেন।

এই বিভাগে প্রথম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক প্রথম আলোর মাসুদ আলম এবং দৈনিক কালের কন্ঠের রাহেনুর ইসলাম। বিএসপিএ বর্ষসেরা হয়েছেন কালের কন্ঠের রাহেনুর ইসলাম।

প্রতি বছরই বিএসপিএ আয়োজন করে আসছে স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে সেরা ফিচার ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বিএসপিএ। 

গত বছরের ফেব্রুয়ারিতে মেসির কাছে আমার নাম পৌছে দিয়েন’ শিরোনামে সঞ্জয় সাহা পিয়ালের লেখায় মুগ্ধ হয়েছেন বিচারকরা। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পা হারান ফুটবলপ্রেমী আব্দুল মতিন।

আরও পড়ুন

×