এই দুর্দিনে কোনভাবেই ম্যানসিটি ছাড়বেন না গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫১
ম্যানচেস্টার সিটির সময়টা খারাপ যাচ্ছে। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই থেকে একপ্রকার ছিটকে গেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগেও আছে খারাপ অবস্থানে। গ্রুপ পর্বে বাদ পড়ার শঙ্কা পেপ গার্দিওলার দলের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন ছিল গার্দিওলার ম্যানসিটি। এক ম্যাচে জয়ের পর আবার দুই ম্যাচে জয়হীন সিটিজেনরা। কোচিং ক্যারিয়ারে এমন খারাপ সময় কখনো দেখেননি স্প্যানিশ কোচ।
এসব নিয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ। এই চাপ থেকে মুক্তি পেতে তিনি কি ম্যানচেস্টার সিটি ছাড়বেন? এমন প্রশ্নে কিংবদন্তি কোচ জানিয়েছেন, ম্যানসিটি চাইলে তাকে বরখাস্ত করতে পারে। কিন্তু ক্লাবের এমন খারাপ সময়ে কোনভাবেই তিনি ক্লাব ছেড়ে যাবেন না।
গার্দিওলা বলেন, ‘এই সময় যদি আমি ক্লাব ছেড়ে যাই আমার খুব অনুশোচনা হবে। আমি ঘুমাতে পারবো না, অবস্থা এখনকার চেয়ে আরও খারাপ হবে। ক্লাব চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। বোর্ড আমার ওপর অখুশি হলে এমনটা করতেই পারে। কিন্তু আমি এখন কোনভাবেই ক্লাব ছাড়বো না, এটা অসম্ভব।’
সাবেক বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার জানিয়েছেন, যখন তার মনে হবে ম্যানসিটি ছাড়া দরকার। তখন নিজ থেকেই তিনি ক্লাব ছেড়ে যাবেন। আজ (রোববার) রাত সাড়ে দশটায় ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটি ও ম্যানইউ মুখোমুখি হবে। গার্দিওলার জন্য যা বড় পরীক্ষার রাত।