ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আব্বাসের ফণার মুখে রাবাদার রোমাঞ্চ, ফাইনালে প্রোটিয়ারা

আব্বাসের ফণার মুখে রাবাদার রোমাঞ্চ, ফাইনালে প্রোটিয়ারা

পাকিস্তানের পেসার আব্বাসের সামনে রাবাদা-ইয়ানসেনের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২১:৫০

প্রথম ইনিংস থেকে লিড তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে আড়াইশ’র আগে অলআউট করে জয়ের জন্য মাত্র ১৪৮ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা। কিন্তু মোহাম্মদ আব্বাসের সুইংয়ের ফণার পড়ে হার দেখছিল স্বাগতিকরা। লোয়ারে মার্কো ইয়ানসেন ও কাগিসু রাবাদা ওই ফণার মুখে দাঁড়িয়ে দলকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে তুলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 

সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ২১১ রানে অলআউট হয়। কামরান ঘুলাম ৫৪ রানের ইনিংস খেলেন। মিডলে রিজওয়ান ২৭ ও লোয়ারে আমের জামাল ২৮ রান যোগ করেন। এছাড়া ওপেনার ও অধিনায়ক শান মাসুদ ১৪ ও সাইম আইয়ূব ১৭ রানের ইনিংস খেলেন। সূদ শাকিল (১৪) ও আঘা সালামানও (১৮) সেট হয়ে ফিরে যান। 

জবাবে প্রথম ইনিংসে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ৮৯ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ ও বেডিংহাম ৩০ রানের ইনিংস খেলেন। লোয়ারে কর্বিন বোচ ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে  প্রোটিয়াদের ৯০ রানের লিড এনে দেন। 

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২৩৭ রান করে। ওপেনার মাসুদ ২৭ ও সাইম ২৭ রানের ইনিংস খেলেন। বাবর আজম ৫০ রান যোগ করেন। সূদ শাকিল খেলেন ৮৪ রানের ইনিংস। জয়ের লক্ষ্যে নেমে ১৯ রানে ৩টি এবং ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সিরিজ শুরু করা দক্ষিণ আফ্রিকা। দলে ফেরা পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস তুলে নেন ৬ উইকেট। 

সেখান থেকে রাবাদা ২৬ বলে ৩১ রানের ইনিংস খেলে ও ইয়ানসেন ২৪ বলে ১৬ রান যোগ করে দলকে এক ম্যাচ হাতে থাকতে ফাইনালে তুলে নেন। এর আগে বল হাতেও জয়ে বড় অবদান রেখেছেন ইয়ানসেন ও রাবাদা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেকে অলরাউন্ডার ইয়ানসেন ৬ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন রাবাদা। প্রথম ইনিংস ডেন পিটারসেন ৫টি ও কর্বিন বোচ ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নেন পাকিস্তানের খুররম শাহজাদ ও নাসিম শাহ। 

আরও পড়ুন

×