ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

হারের বৃত্তেই ম্যানইউ, অবনমনের ‘শঙ্কা’

হারের বৃত্তেই ম্যানইউ, অবনমনের ‘শঙ্কা’

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১০:৪১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৫

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন থামছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে হারল রুবেন আমোরিমের দল। এই তিন ম্যাচে একবারও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি ইউনাইটেড। সোমবার রাতে নিউক্যাসলের মাঠে মাত্র ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বসে ঐতিহ্যবাহী ক্লাবটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল উৎসব শুরু করেন আলেক্সান্ডার ইসাক। এরপর ১৯ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জোলিন্টন। এরপর গোল শোধে একের পর এক আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ম্যানইউ। তবে ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

টানা পরাজয়ের এই সময়কালে ম্যানচেস্টার ইউনাইটেড গড়েছে একের পর এক বিব্রতকর রেকর্ড। ১৯৬২ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো একটি পঞ্জিকাবর্ষে এক মাসে পাঁচটি ম্যাচ হেরেছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসেও এটি প্রথমবার।

এছাড়া, ১৯৬৪ সালের মার্চের পর এক মাসে সর্বোচ্চ গোল হজম করেছে ম্যানইউ। ডিসেম্বর মাসে তারা হজম করেছে ১৮টি গোল, যা ক্লাবের প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। আর সবচেয়ে হতাশার রেকর্ডটি লেগেছে কোচ রুবেন আমোরিমের সঙ্গে। ক্লাবের ১০৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নতুন কোচ তার প্রথম ৮ লিগ ম্যাচের মধ্যে ৫টিতে হারলেন।

ম্যাচ শেষে নিজের ব্যর্থতা স্বীকার করেন আমোরিম। তিনি বলেন, 'এই ক্লাবটা অজুহাত শুনে ক্লান্ত। আমি আর কোনো অজুহাত দেবো না। আমাদের বড় ধাক্কা প্রয়োজন। জেগে উঠতেই হবে।'

ইউনাইটেডের জন্য এই সময়টা কেবল হতাশাজনকই নয়, ঐতিহ্যের জন্যও প্রশ্নবিদ্ধ। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ১৪তম স্থানে। অবনমনের শঙ্কা এখন চোখ রাঙাচ্ছে রেড ডেভিলদের। অবনমন নিয়ে আলোচনার মধ্যেই সমর্থকরা উল্টে দেখছে ইতিহাসের পাতা। জানতে চাচ্ছে, শেষ কবে অবনমিত হয়েছিল ইউনাইটেড? ইতিহাসে এখন পর্যন্ত ৫ বার অবনমনের শিকার হয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। তবে ১৯৩৮ সালের পর এমন কিছু তারা দেখেছিল একবারই, ১৯৭৩-৭৪ মৌসুমে।

এখন দেখার বিষয়, আমোরিমের অধীনে ম্যানইউ ঘুরে দাঁড়াতে পারে কি না।

আরও পড়ুন

×