ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ফুটবলে ব্যস্ততার বছরে সব আকর্ষণ হামজা

ফুটবলে ব্যস্ততার বছরে সব আকর্ষণ হামজা

হামজা দেওয়ান চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১১:১৯

আট ম্যাচে দুই জয়, হার ছয়। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পুরুষ ফুটবলের পারফরম্যান্স ছিল এমন। যেখানে মেয়েরা সিনিয়র সাফের শিরোপা উৎসব করেছিলেন, সেখানে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের বাজে ফলে হতাশ বাফুফে কর্তারা। তাই তো চুক্তির মেয়াদ শেষ হলেও স্প্যানিশ এ কোচের ব্যাপারে ধীরে চলো নীতিতে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন বছরে নতুন করে স্বপ্নের জাল বুনছে দেশের ফুটবলপ্রেমীরা। 

২০২৫ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ফিফা উইন্ডোতেও আছে। ব্যস্ততার বছরে সব আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর।

পুরুষ ফুটবলে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশের তিন প্রতিপক্ষ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত, হংকং এবং সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজের দলটি। ছয়টি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মধ্যে ২০২৫ সালে যে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ, তার তিনটিই ঘরের মাঠে। সামনের ম্যাচগুলো নিয়ে রোমাঞ্চিত জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ। 

গতকাল সমকালের সঙ্গে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন বসুন্ধরা কিংসের এ তারকা, ‘আমার কাছে মনে হয়, ছোট-বড় সব ম্যাচই চ্যালেঞ্জ। ২০২৪ যে রকম কাটছে মনে হচ্ছে, ২০২৫ সাল আরও ভালো কাটবে। সবচেয়ে আগ্রহের ব্যাপার হলো, হামজা চৌধুরীর মতো বড় তারকাকে আমরা পাচ্ছি। সাড়ে ৩০০ ম্যাচ খেলা লিস্টার সিটির এ ফুটবলারকে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। যত দ্রুত তিনি দলের সঙ্গে যোগ দেবেন, তা আমাদের এবং দেশের জন্য ভালো হবে। আমরা তাঁর সঙ্গে মানিয়ে নিতে চাচ্ছি।’

গত বছর সাফল্যে ভরা ছিল নারী ফুটবল। সেই ধারাটা এবার ধরে রাখার চ্যালেঞ্জ। ১৭-২৫ ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। ইতোমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন। তাদের কাছ থেকে এখনও সাড়া মেলেনি। আসছে ফিফা উইন্ডোকে সামনে রেখে জানুয়ারিতে ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের ক্যাম্প শুরুর কথা। সাফজয়ী কোচ পিটার বাটলারকে নারী দলের কোচ হিসেবে রেখে দিয়েছে বাফুফে। ছেলেদের মতো মেয়েরাও জুন-জুলাইয়ে খেলবে এশিয়ান কাপ বাছাই। এর সঙ্গে বয়সভিত্তিক সাফ তো আছেই। নতুন বছরে ক্লাব ফুটবলে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন নেপাল সাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা, ‘মেয়েদের লিগটা যেন আরও জমজমাট হয়, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। বড় দলগুলো অংশ নিলে আকর্ষণটাও বাড়বে। আর ফিফা উইন্ডোগুলোতে আমাদের ম্যাচ খেলার ব্যবস্থা যেন করে, এই আবেদন ফেডারেশনের কাছে।’

আরও পড়ুন

×