ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই স্বপ্ন  

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই স্বপ্ন  

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৩:৫২

বছর শেষে যেমন পেছন ফিরে দেখা হয়, মেলানো হয় প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব, তেমনি স্বপ্নের ডালা সাজিয়ে আগমন ঘটে নতুন বছরের। দেশের ক্রিকেটে ২০২৫ সালের আগমন ভালো কিছু করার স্বপ্ন নিয়ে। ক্রিকেটারদের প্রত্যাশা বড় কিছু করা। বিসিবি কর্মকর্তাদের চাওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বছরের শুরুটা ভালো করা। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার নারী-পুরুষ ক্রিকেটের দুই শাখাতেই সাফল্য দেখতে চান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জাতীয় দলের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী চান। আর সবার চাওয়া-পাওয়ার প্ল্যাটফর্ম করে দিতে নির্বাচকরা আটঘাট বেঁধে দল গোছানোর কাজে হাত দিতে চান। কারণ, জাতীয় দলের নতুন বছর শুরু হবে ফেব্রুয়ারি-মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। 

বেশির ভাগ দেশ এখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও ঘরোয়া ক্রিকেট হচ্ছে বাংলাদেশে। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাইব্রিড মডেলে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তান ও আরব আমিরাতে হবে ওয়ানডে টুর্নামেন্টটি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ বাকি দুটি ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে। ভারত-পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে একই গ্রুপে খেলতে হলেও জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার বড় স্বপ্ন দেখছেন, ‘আমরা আসলে বৈশ্বিক টুর্নামেন্ট জিতিনি। যখন কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলি, তখন মনের মধ্যে একটু আশা জাগে– এবার কিছু হবে। যদিও আমাদের জন্য কাজটি সব সময় কঠিন থাকে। তবে আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে, ভালো খেলা উচিতও। বছরজুড়েই ছেলেদের ক্রিকেটে ভালো কিছু আশা করতে চাই।’

 ২০২৫ সালে চারটি টেস্ট, ২১টি ওয়ানডে এবং ২১টি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলবে অ্যাওয়ে সিরিজ। 

এই বছরটিকে ২০২৬ সালে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এ ব্যাপারে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের তিনজনের যে চিন্তা, ২০২৬ সালের বিশ্বকাপের জন্য টি২০ দল গোছাব বিপিএল শেষে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির দল মোটামুটি সেটেল আছে। দুয়েকটি জায়গায় সিদ্ধান্ত নেওয়ার বাকি। আগামী বছর চারটি টেস্ট আছে। আমার মনে হয়, ভালোই হবে। টি২০ খেলা হবে ২০টির মতো। আশা করছি, এ বছর নতুন কিছু খেলোয়াড় পাব, যারা নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। যেমনটা নাহিদ রানা, জাকের আলী ২০২৪ সালে কিছুটা ভরসা দিয়েছে। আমরা জানি, কিছু খেলোয়াড় হয়তো চিন্তাভাবনায় আছে। আশা করি, কিছু জায়গায় নতুনরা সুযোগ পাবে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ গেল বছরের সঙ্গে নতুন বছরের মেলবন্ধন ঘটিয়ে বড় কিছু করার কথা বলছেন, ‘আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো-খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি২০তে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন। আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, ফলাফল আসবেই।’ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালে বিশ্বের কাছে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।   

আরও পড়ুন

×