ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

মিরপুরে আবারো বিপিএলের টিকিট নিয়ে হট্টগোল, পুলিশের ধাওয়া 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৬:০২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৭:১৫

বিপিএলের টিকিট নিয়ে বৃহস্পতিবার দুই দফা ভাঙচুর, টিকিট বুথে আগুন লাগানো ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। 

প্রথম ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে বুথ থেকে টিকিট কাটা ঘিরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশে সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে আগুন লাগানোর ঘটনা ঘটে। বিপিএলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  

পরে আরও একবার টিকিট কাটা ঘিরে হট্টগোল শুরু হয় এবং পুলিশ সেখানে ধাওয়া দেন। এবারের বিপিএলের অধিকাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এছাড়া মধুমতি ব্যাংকের কিছু নির্ধারিত শাখায় পাওয়া যাচ্ছে টিকিট। কিন্তু অনলাইন বা ব্যাংকে গিয়ে টিকিট না কেটে অনেকে সরাসরি টিকিট কাটতে লাইনে দাঁড়ান। সেখানে কাঙ্খিত টিকিট না পাওয়ায় এবং টিকিট নিতে বিলম্ব হওয়ায় এমন হট্টগোল ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 

বিপিএলের টিকিট নিয়ে হট্টগোল করায় পুলিশের ধাওয়া। ছবি: সমকাল

প্রথম দফা সংঘর্ষের পর র‌্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় দফা হট্টগোলের পর পুলিশ সেখানে অবস্থান নিয়েছেন। এর মধ্যেই বুথে চলছে টিকিট বিক্রি। এর আগে বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট নিয়ে সংঘর্ষ ও স্টেডিয়ামের মূল ফটকে অবস্থান নেওয়ার মতো ঘটনা ঘটে। উদ্বোধনী ম্যাচের দিন স্টেডিয়ামের গেট ভাঙচুরের চেষ্টা করেন ভক্তরা।

আরও পড়ুন

×