ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

আমার দেওয়ার সময় শুরু হয়েছে: তাসকিন

আমার দেওয়ার সময় শুরু হয়েছে: তাসকিন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নেওয়া তাসকিন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:২৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৯

দশ বছর জাতীয় দলে খেলছেন পেসার তাসকিন আহমেদ। অনেক সময় ভালো না করলেও তাকে নিয়মিত খেলানো হয়েছে। অনেকবার চোটে পড়েছেন। মাঠে ফিরতে বিসিবি সর্বদা তার পাশে ছিল। মধ্যে তাকে ফিট রাখতে টেস্ট থেকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। সব মিলিয়ে তাসকিন মনে করেন, তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। বল হাতে তার সেরাটা দেওয়ার সময় সবে শুরু হয়েছে। 

মঙ্গলবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। সাদা বলে যেকোন পর্যায়ে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি আমার দেওয়ার সময়ই এখন শুরু হয়েছে। এতো বছর বোর্ড আমাকে সাপোর্ট করেছে। আমার অভিজ্ঞতা হয়েছে। এটা আমার দায়িত্ব, যেখানেই খেলি যেন ভালো করা যায়। দোয়া করবেন যেন সুস্থ থাকি। তাহলে ভালো করবো আশা করি।’ 

তাসকিন জানান, ৭ উইকেট পাওয়ার চেয়ে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে বোলিং করতে পারায় বেশি খুশি। এছাড়া এবারের বিপিএলের উইকেট স্পোর্টিং হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ২৯ বছর বয়সী তাসকিন। তার মতে, এই উইকেটে লুজ বোলিং করার সুযোগ নেই, ‘আমি খুশি, বোলিংয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে। উইকেট তো দুটো কম দুটো বেশি হতেই পারে। তবে প্লান এক্সিকিউট করতে পারছি এজন্য ভালো লাগছে। পরিস্থিতি অনুযায়ী কীভাবে বোলিং করবো এ বিষয়ে আমি পরিষ্কার ছিলাম।’

তিনি বলেন, ‘এবারের বিপিএলের কন্ডিশন স্পোর্টিং। এমনটা হলে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে উপকৃত হবো। এমন উইকেটে একটু চ্যালেঞ্জিংও। লুজ বল করে মাফ পাওয়া যাবে না। এখানে ব্যাটিং, বোলিং দুইখানেই সুযোগ আছে। উইকেট কিছুটা ফ্লাট। পাকিস্তান ও দুবাইতে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) এমনই উইকেট থাকবে। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এমন উইকেট মাঝে মাঝে পাই। আগে থেকে পেলে ভালো হয়।’

ভালো বোলিং করতে পারায় ও ৭ উইকেট পাওয়ায় পরিবারের জন্য খুশি বলেও জানান ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ অভিষেক হওয়া তাসকিন। তিনি জানান, উইকেট পেলে তার ছেলে ও বাবা খুশি হন। পরিবারের সাপোর্ট ভালো করার উৎসাহ বলেও উল্লেখ করেন তিনি। ভালো বোলিং করতে না পারলে ছেলে মন খারাপ করে বলেও উল্লেখ করেন ২০২৪ সালের ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া তাসকিন।

আরও পড়ুন

×