ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

৭ উইকেটের কোনটি সেরা- জানালেন তাসকিন

৭ উইকেটের কোনটি সেরা- জানালেন তাসকিন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নেওয়া তাসকিন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৯:২২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৯:৫৯

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পরে এনামুল হক বিজয় ও রায়ান বার্ল ফিফটি করে দুর্বার রাজশাহীকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচ শেষে এই ৭ উইকেটের মধ্যে লিটন দাসের উইকেটকে সেরা বলেছেন ডানহাতি পেসার তাসকিন।

ইনিংসের দ্বিতীয় ওভারে এবং নিজের দিনের দ্বিতীয় বলে ঢাকা ক্যাপিটালসে খেলা জাতীয় দলের ওপেনার লিটন দাসকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাসকিন। গুড লেন্থে তার করা বলটি বুক সমান বাউন্স ওঠে। সামান্য আউট সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট না দিয়ে উপায় ছিল না লিটনের।

ব্যাট দিয়ে বাঁচতেও পারেননি লিটন। ওই উইকেট নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের জবাবে ২৯ বছর বয়সী পেসার তাসকিন বলেন, ‘প্রথমটি (সেরা উইকেট), যেটিতে লিটন আউট হলো। আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, যে কোনো ব্যাটারের ওখানে ব্যাট দিতে হতো। দিয়েছেও এবং কোনায় লেগে নিয়ে গেছে।’

ধারাভাষ্যকক্ষ থেকে কিছুটা বিস্ময় নিয়ে বলতে শোনা যায়, বাংলাদেশের উইকেটে গুড লেন্থ থেকে ওমন বাউন্স, অসাধারণ। তাসকিনও জানিয়েছেন, বাংলাদেশের উইকেটে বিষয়টা আসলেই ভালো, ‘এমন উইকেটে বল ক্যারি করলে পেসারদের ভালো লাগে। বাংলাদেশের উইকেটে বল এমন ক্যারি করছে মানে ভালো ব্যাপার।’

তাসকিন নিজের প্রথম ওভারে লিটনকে এবং দ্বিতীয় ওভারে তুলে নেন অন্য ওপেনার তানজিদ তামিমকে। নিজের ও ইনিংসের শেষ ওভারে তিনি নেন ৩ উইকেট। এমনকি ইনিংসের শেষ বলে উইকেট পেলে ৮ উইকেট হতে পারতো তার। বিষয়টি নিয়ে তাসকিন জানান, বেশি লোভ করেননি তিনি, ‘আসলে লোভে যাই নাই (হাসি)। বেশি লোভ করলে হাফভলি হয়ে চারও হয়ে যেতে পারত। নিজের ভাবনায় স্বচ্ছ ছিলাম, যে কী করা দরকার। ফাইফার যে কোনো সংস্করণেই অনেক স্পেশাল।’

আরও পড়ুন

×