রংপুরের তোপে ব্যাটিং ধস, অল্পে আটকা তারকাসমৃদ্ধ বরিশাল
![রংপুরের তোপে ব্যাটিং ধস, অল্পে আটকা তারকাসমৃদ্ধ বরিশাল রংপুরের তোপে ব্যাটিং ধস, অল্পে আটকা তারকাসমৃদ্ধ বরিশাল](https://samakal.com/media/imgAll/2025January/musfiq-1735827359.jpg)
মুশফিকের আউট চেয়ে উইকেটরক্ষক সোহানের আবেদন। ছবি: ফরচুন বরিশাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২০:১৫
জমজমাট লড়াইয়ের আভাস ছিল। কাগজে-কলমে বিপিএলের সেরা দল গড়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল। ওদিকে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে গ্লোবাল সুপার লিগ টি-২০ জিতে ফিরেছে রংপুর।
বরিশালের দলে আছেন জাতীয় দলের নাজমুল শান্ত। টি-২০ থেকে বিদায় নেওয়া দেশের ক্রিকেটের বড় তিন নাম তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। এছাড়া শাহিন শাহ, মোহাম্মদ নবীদের দলে ভিড়িয়েছে দলটি।
রংপুরে আছেন নুরুল হাসান, শেখ মাহেদি, নাহিদ রানা, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটার। ম্যাচটি দেখতে মিরপুরে গ্যালারি ছিল ভরা। টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের বাইরে তিন দফা হট্টগোল, সংঘর্ষ ও পুলিশের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়েছে। তবে শুরুতে ব্যাট করতে নেমে ভালো ব্যাটিং করতে পারেনি বরিশাল।
রংপুরের নাহিদ রানা, ইফতিখার ও খুশদীল শাহর বোলিং তোপে ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয়েছে তামিম ইকবালদের বরিশাল। ব্যাট হাতে অধিনায়ক তামিম ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়রা ব্যর্থ হয়েছেন।
বরিশালের হয়ে ওপেনার তামিম ইকবাল খেলেন ১৮ বলে ২৮ রানের ইনিংস। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ওপেনার শান্ত ৯ ও তিনে নামা তাওহীদ হৃদয় ৪ রান করে সাজঘরে ফেরেন। কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ১৩ রান। পরে মুশফিকুর রহিম ১৫ ও মাহমুদউল্লাহ ১০ রান করে আউট হলে ৮৭ রানে ৭ উইকেট হারায় বরিশাল।
ফাহিম আশরাফ, শাহিন শাহরা রানটাকে বড় করতে পারেননি। পেস অলরাউন্ডার ফাহিম ১ রান করে আউট হন। শাহিন খেলেন ৮ রানের ইনিংস। মোহাম্মদ নবী শেষটায় ১৯ বলে ২১ রান যোগ করেন। রংপুরের হয়ে পেসার নাহিদ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। শেষ ওভারে রানটা একটু বেশি দিলেও গতির তোপ দেখিয়েছেন তিনি। আউট করেছেন তামিম ও মাহমুদউল্লাহকে। খুশদীল ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ইফতিখার ২ ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
- বিষয় :
- বিপিএল
- ফরচুন বরিশাল
- রংপুর রাইডার্স