ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ভাঙা হাটে থিসারার দুর্দান্ত সেঞ্চুরি, তবু হার ঢাকার

ভাঙা হাটে থিসারার দুর্দান্ত সেঞ্চুরি, তবু হার ঢাকার

ঢাকার বিপক্ষে খুলনার উইকেট উদযাপন। ছবি: খুলনা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | ২৩:৫৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০০

খুলনা টাইগার্সের ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৪১ রানেই শেষ ঢাকা ক্যাপিটালসের ৬ উইকেট। এমন ম্যাচে হারবে ঢাকা ভেবেই গ্যালারি ছাড়েন দর্শকরা। ভরা গ্যালারি অনেকটাই ফাঁকা হওয়ার পর দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। তারপরও খুলনার কাছে ২০ রানে হেরেছে অভিনেতা শাকিব খানের দল। এ নিয়ে ঢাকায় বিপিএলের প্রথম পর্বের তিন ম্যাচেই হারল মুস্তাফিজ-লিটনদের নিয়ে দল গড়া ঢাকা। 

শুক্রবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু ও শেষে ভালো ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। ওপেনার নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো  ৪৯ রানের জুটি দেন। সেখান থেকে ৮৭ রানে ৫ উইকেট হয়ে যায় তারা। শেষ দিকে মুকিদুল মুগ্ধ ও জিয়াউর ৪৩ রানের জুটি গড়েন।  অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি মার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন। 

জবাবে ১৭ রানে পরপর লিটন দাস (২) ও স্কিনাজি (০) আউট হন। দলের ২৫ রানে ব্যক্তিগত ১৯ রান করে আউট হন অন্য ওপেনার তানজিদ তামিম। পরেই শাহাদাত হোসেন দিপু (৩), রাঞ্জানে (৬) ও আলাউদ্দিন বাবু (০) আউট হলে ৪১ রানে ৬ উইকেট হারায় ঢাকা। অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটে সেখান থেকে দেড়শ’ ছাড়ায়  ঢাকা। লঙ্কান অলরাউন্ডার থিসারা ৬০ বলে ১০৩ রানের হার না মানা  ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও সাতটি ছক্কার শট আসে। 

ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট। খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। আবু হায়দার ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। শেখ ২ ওভারে খরুচে ছিলেন তিনি।

আরও পড়ুন

×