ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

অল্প পুঁজিতে লিড নিয়েও বিপদে ভারত

অল্প পুঁজিতে লিড নিয়েও বিপদে ভারত

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১১:৫৪

মেলবোর্নে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে মাত্র ৪ রানের লিড পেয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকেও ১৮১ রানে অলআউট করে সফরকারীরা। লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৮৩ রানে ব্যাট করছে ভারত।

৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভালোই শুরু পেয়েছিল ভারত। দলীয় ৪২ রানে রাহুলের (১৩) বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ৫ রানের ব্যবধানে জয়সোয়ালও ফেরে সাজঘরে। দুজনকেই বোল্ড করেন বোল্যান্ড। দলীয় ৫৯ রানে কোহলিকেও(৬) ফেরান বোল্যান্ড। এরপর শুভমান গিলের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া ৯ রানে এক উইকেট হারিয়ে। তবে দিনের শুরু থেকেই ভারতীয় পেসারদের তোপে বিধ্বস্ত হয় তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২ রান করে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটার মার্নাস ল্যাবুশেন। এরপর স্যাম কনস্টাস ও স্টিভেন স্মিথ জুটি গড়ার চেষ্টা করলেও সিরাজের বোলিংয়ে থেমে যায় কনস্টাসের ইনিংস (২৩)। হেডকেও দ্রুত ফেরান সিরাজ। ফলে ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।  

কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ ও বো ওয়েবস্টার। তাদের ৫৫ রানের জুটি অজিদের কিছুটা স্বস্তি দিলেও স্মিথ ৩৩ রান করে আউট হলে আবারো ব্যাটিং ধস নামে। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।  

অস্ট্রেলিয়ার ইনিংসের একমাত্র আশার আলো ছিলেন ওয়েবস্টার। তার লড়াকু ১০৫ বলে ৫৭ রানের ইনিংস দলকে ১৮১ রানে পৌঁছে দেয়। এই ইনিংসেই ম্যাচে টিকে থাকার আভাস দিচ্ছে স্বাগতিকরা।

আরও পড়ুন

×