ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

মাঠে ভয়াবহ সংঘর্ষ, নাক ও কাঁধ ভেঙেছে ব্যানক্রফটের

মাঠে ভয়াবহ সংঘর্ষ, নাক ও কাঁধ ভেঙেছে ব্যানক্রফটের

ক্যাচ নিতে গিয়ে ব্যানক্রফট ও স্যামের সংঘর্ষ।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৬:৫৭

বিগ ব্যাশে ক্যাচ নিয়ে গিয়ে সতীর্থ ড্যানিয়েল সামসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ক্যামেরুন ব্যানক্রফটের। ওই ঘটনায় তার নাকের হাড় ভেঙে গেছে। কাঁধের হাঁড়ও বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই অজি ব্যাটার। 

ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগায় দু’জনই মাথায় আঘাতও পান। কনকাশন বদলি করা হয় তাদের। স্যামের ইনজুরি গুরুতর না হলেও অন্তত ১২ দিনের মতো তাকে মাঠের বাইরে রাখা হতে পারে। 

তারা বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের দলে ছিলেন। স্যাম ৪টির মতো ম্যাচ মিস করতে পারেন। তবে ব্যানক্রফটের মৌসুমের বাকিটা খেলা হবে না। এমনকি তার চলতি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমও শেষ মনে করা হচ্ছে।

তাদের ইনজুরি নিয়ে সিডনি থান্ডার্সের ব্যবস্থাপক বলেন, ‘তারা দু’জনই মানসিকভাবে খুব শক্ত খেলোয়াড়। ব্যানক্রফটকে নিয়ে যে কাউকে জিগ্যেস করুণ, ম্যাচটা সে দারুণভাবে খেলছিল। ব্যানক্রফট গত ম্যাচ শেষ অবধি প্রতিটি বল দেখেছে।’ 

আরও পড়ুন

×