বুমরাহর ইনজুরিই কি সিডনিতে এগিয়ে দিল অজিদের
ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৭:২৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৮:৩৫
ব্যাটে রান না থাকায় সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। পুরো সিরিজে দুর্দান্ত খেলা এই ভারতীয় পেসার বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসের আগে ইনজুরিতে পড়েছেন।
পিঠের নিচের অংশের ইনজুরিতে ভুগছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলাকালীন বুমরাহ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তাকে স্ক্যান করানো হয়েছে। ইনজুরির শঙ্কার কথা জানিয়েছেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।
সিডনি টেস্টে জিতলে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের সমতা করার সুযোগ আছে। কিন্তু প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়াকে বুমরাহ, কৃষ্ণা ও সিরাজ মিলে ১৮১ রানে অলআউট করে দেন। বুমরাহ ২টি ও কৃষ্ণা ও সিরাজ নেন ৩টি করে উইকেট। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত।
ভারতের সামনে এখান থেকে খুব বড় রান তুলতে পারার সম্ভাবনা কম। অল্প রানে অস্ট্রেলিয়াকে রুখে দিতে বুমরাহকে দরকার পড়বে ভারতের। তাকে ছাড়া সিডনি টেস্টে জেতা কঠিন হয়ে যাবে ভারতের জন্য। কিন্তু বুমরাহ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও বোলিং করেতে পারবেন কিনা তা অনিশ্চিত।
- বিষয় :
- জাসপ্রিত বুমরাহ
- ভারত-অস্ট্রেলিয়া