ম্যানইউ’কে মৌসুমের সেরা প্রাপ্তি বঞ্চিত করলেন ‘মিস মাগুইরে’

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি মাগুইরে। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৪:১১
কোচ পরিবর্তন করেও কোন লাভ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগকে বহিষ্কার করেছে রেড ডেলিভসরা। দায়িত্ব দিয়েছে রুবেন আমোরিমকে। তাতে দুর্দাশা কটেনি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দলটির।
বাজে পারফরম্যান্সের বৃত্তে থাকা ওই ম্যানইউ লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে জয়ের খুব কাছে ছিল। জিতলে যা হতো মৌসুমে ম্যানইউ-এর সেরা প্রাপ্তি।
কিন্তু হ্যারি মাগুইরে শেষ মিনিটে সহজ এক গোল মিস করায় ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউ’র। প্রথমার্ধে সমতার পর ম্যাচে ৫২ মিনিটে ম্যানইউ লিড নেয়। ৫৯ মিনিটে সমতায় ফিরে রেডসরা ৭০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায়। পরে আমাদ দিয়ালো ৮০ মিনিটে রেড ডেলিভসদের পুনরায় সমতায় ফেরান।
এরপর জয়ের সুযোগ মিস করেন মাগুইরে। রক্ষণে একের পর এক ভুলে দলকে একাধিক গোল খাইয়েছেন ইংলিশ ডিফেন্ডার মাগুইরে। এবার মিস করলেন গোল। যে কারণে তার নাম হয়ে গেছে ‘মিস মাগুইরে’। তবে তার ওই গোল মিসকে খুব একটা বড় করে দেখছেন না ম্যানইউ’র নতুন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কাছে একটা সুযোগ হারানো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এমনকি খারাপ খেলাও। গুরুত্বপূর্ণ হলো মাগুইরে তার সবটা দিয়ে খেলছে।’ স্ট্রাইকার জির্কজি বক্সের কোনা থেকে ফাঁকায় থাকা মাগুইরেকে বল বাড়ান। শটটা তারই নেওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নে আমোরিম জানান, বলটা মাগুইরেকে পাস দিয়ে সঠিক কাজই করেছিলেন জির্কজি।