চেন্নাইয়ে ফেল, লন্ডনের দিকে তাকিয়ে সাকিব
সাকিব আল হাসান
সেকান্দার আলী
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ০১:২৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ১০:৫৪
সাকিব আল হাসানকে কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। একে তো রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না; তার ওপর ভারত সফরের পর জাতীয় দলেও নেই। এরই মধ্যে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিং নিষেধাজ্ঞা। বিদেশি কোনো লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না ত্রুটিমুক্ত না হয়ে। ইংল্যান্ডের লাভবোরো বিশ্ববিদ্যালয়ের পর ভারতের চেন্নাইয়ে স্যার রামাচন্দ্র মেডিকেল ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের বায়োমেকানিকস পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। ফলে তিনি প্রস্তুত হচ্ছেন তৃতীয় পরীক্ষার জন্য। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনলাইনে কাজও করছেন। বিসিবির একটি সূত্র জানায়, ইংল্যান্ডের ল্যাবে পুনরায় পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেশি। যদিও দেশে গুঞ্জন রটে গেছে, তৃতীয়বার বোলিং অ্যাকশন টেস্ট দিয়ে ফেল করেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ না হওয়া পর্যন্ত আইসিসির স্বীকৃত ল্যাবে পরীক্ষা দিয়ে যেতে পারবেন কোনো বোলার। অর্থাৎ সাকিব ত্রুটিমুক্ত হওয়ার জন্য একাধিকবার পরীক্ষা দিতে পারবেন। তবে একবার ত্রুটিমুক্ত হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে আবারও আম্পায়ার রিপোর্ট করলে এক বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে। সে ক্ষেত্রে এক বছর বিরতি দিয়ে বায়োমেকানিকস টেস্ট দেওয়া যাবে।
ইংলিশ কাউন্টিতে চার দিনের ম্যাচ খেলার সময় বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ সন্দেহে রিপোর্ট হন সাকিব। ২ ডিসেম্বর লাভবোরো বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিকস পরীক্ষা দিয়ে ফেল করেন। লঙ্কান টি১০ লিগে খেলার সময় দুঃসংবাদটি পেয়েছিলেন তিনি। বিসিবি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে, তার আগে জানা গেল চেন্নাইয়ের পরীক্ষাতেও ফেল। শ্রীলঙ্কায় টি১০ লিগের খেলা শেষ করে ২১ ডিসেম্বর চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। বিসিবি ১০ দিনের ভেতরে রিপোর্ট হাতে পেলেও চেপে গেছে। কারণ সাকিব যাতে তৃতীয় পরীক্ষা দিয়ে নিজের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে পারেন। যদিও বোলিং নিষেধাজ্ঞা মাথায় নিয়ে বারবার পরীক্ষা দেওয়াও কঠিন। দেশে ফিরতে না পরায় নিরবচ্ছিন্নভাবে অ্যাকশন নিয়ে কাজও করতে পারছেন না বাঁহাতি অলরাউন্ডার। বিসিবির একজন কোচ আক্ষেপ করে বলেন, ‘ওর জন্য খারাপই লাগে। দেশে ফিরতে পারছে না, তার ওপর বোলিং নিয়ে সমস্যায়। আমাদের সঙ্গে সাত দিন কাজ করতে পারলেই ঠিক হয়ে যেত।’ তবে বিসিবির সহযোগিতা পেলে বিদেশে ভেন্যু ভাড়া করে হলেও বোলিং নিয়ে সাকিব কাজ করবেন বলে জানা গেছে। ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ায় আইসিসি স্বীকৃত ল্যাব আছে।
বিসিবির একজন কোচ মনে করেন ইংল্যান্ডই উপযুক্ত জায়গা সাকিবের জন্য। নিজেকে আগে ত্রুটিমুক্ত প্রমাণ করার সংগ্রাম করছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। কারণ অ্যাকশন ত্রুটিমুক্ত না হলে বিদেশের কোনো লিগে বোলিং করতে পারবেন না তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হবে ব্যাটার হিসেবে। সে ক্ষেত্রে বিদেশি লিগে বাঁহাতি এ অলরাউন্ডারের চাহিদা কমে যেতে পারে। এ কারণে বিসিবির কোচরা মনে করেন, বোলিং অ্যাকশন নিয়ে ভালোভাবে কাজ করে টেস্ট দিলে ভালো। একজন কোচ নাম গোপন রাখার শর্তে বলেন, ‘সাকিব বেশি তাড়াহুড়ো করেছে। ইংল্যান্ড বা দুবাইয়ে কোনো একজন কোচের অধীনে ট্রেনিং করে চেন্নাইয়ের ল্যাবে গেলে সমস্যা হতো না।’ বিসিবির কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে অনলাইনে পরামর্শ নিচ্ছেনন সাকিব। মূলত ২০১৮ সালে অস্ত্রোপচার হওয়া আঙুল ফোলা থাকায় এবং ব্যথার কারণে স্বাভাবিক বোলিং করতে সমস্যা হয় বলে জানান তিনি। জোরে ডেলিভারিগুলো দেওয়ার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি সম্প্রসারণ করছেন তিনি। সাকিব অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করে খেলায় ফিরলেও ম্যাচ অফিসিয়ালদের নজরে থাকবেন।
- বিষয় :
- সাকিব আল হাসান
- বোলিং অ্যাকশন