ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

লিটন-মুনিমের ঝলক, ঢাকার রানের পাহাড়

লিটন-মুনিমের ঝলক, ঢাকার রানের পাহাড়

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:০৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ২২:৩২

অবশেষে রানের খরা কাটালেন লিটন দাস। সেঞ্চুরির কাছে পৌঁছানো এই ব্যাটারের ব্যাট থেকে এলো বড় ইনিংস, সাথে অর্ধশতক তুলে নিলেন মুনিম শাহরিয়ার। সাব্বির রহমানের ছোট অথচ ঝোড়ো ইনিংসও যোগ করেছে আলাদা মাত্রা। সব মিলিয়ে প্রথম জয়ের সন্ধানে থাকা ঢাকা ক্যাপিটালস পেয়ে গেছে লড়াই করার মতো পুঁজি। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে তারা।  

টস জিতে ব্যাটিং নেওয়া ঢাকার একাদশে এদিন ছিল পাঁচটি পরিবর্তন। তবে প্রথম ওভারেই ধাক্কা খায় দলটি। তানজিদ হাসান তামিম মাত্র ৪ বলে ৬ রান করে রাকিম কর্নওয়ালের শিকারে পরিণত হন। এরপর লিটন দাস ও মুনিম শাহরিয়ার গড়ে তোলেন দৃঢ় জুটি। দুজনেই তুলে নেন অর্ধশতক। ৮৮ বলে ১২৯ রানের এই জুটি ভাঙেন রাকিম কর্নওয়াল। এক ওভারেই তিনি ফেরান দুই সেট ব্যাটারকে। প্রথমে ৪৩ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ রান করা লিটন এলবিডব্লিউ হয়ে ফেরেন। তার এক বল পরেই আউট হন মুনিম শাহরিয়ার। টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামা মুনিম ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৭ বলে করেন ৫২ রান।

এই ম্যাচ দিয়েই ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন লিটন দাস। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর ফিফটি করতে পারলেন তিনি। সবশেষ গত ১ সেপ্টেম্বর পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাট করতে হয়নি। ওই মাসেই ভারত সফরে দুই টেস্টে তার রান ছিল ২২, ১ , ১৩ ও ১। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে করেন ৪, ১৪ ও ৪২। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলে সংগ্রহ ছিল ৭ ও ১।

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে চার ইনিংসে তিনি করতে পারেন ৪০, ২২, ১ ও ২৫। ওয়ানডে সিরিজে পারফরম্যান্স ছিল তার যাচ্ছেতাই (তিন ম্যাচ মিলিয়ে ছয়)। খুব একটা উন্নতি করতে পারেননি টি-টোয়েন্টি সিরিজেও (০, ৩ ও ১৪)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও রানে ফেরেনি লিটন। বিপিএলের প্রথম ম্যাচে ৩১ রান করলেও বল খেলেন ২৭টি। পরের দুই ম্যাচে রান করেন ০ ও ২।

সিলেটের বিপক্ষে ১৩৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও সাব্বির রহমান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তারা।  আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা সাব্বির রহমান ১০ বলে ৩টি ছক্কার সাহায্যে করেন ২৩ রান। থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান।

সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।

আরও পড়ুন

×