ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

পিসিবির ‘হল অব ফেমে’ ইনজামাম, মিসবাহ ও সাইদ আনোয়ার

পিসিবির ‘হল অব ফেমে’ ইনজামাম, মিসবাহ ও সাইদ আনোয়ার

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:৪৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হল অব ফেম’-এর তালিকায় যুক্ত হলেন চার কিংবদন্তি ক্রিকেটার- ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, সাইদ আনোয়ার ও মুশতাক মোহাম্মদ। ২০২১ সালে চালু হওয়া এই বিশেষ সম্মাননার ক্লাবে নতুন সদস্য যুক্ত হওয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১৪ জনে।  

আজ এক বিবৃতিতে পিসিবি এই চার সদস্যের নাম ঘোষণা করে। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই চার কিংবদন্তিকে হল অব ফেমে অন্তর্ভুক্তির জন্য আন্তরিক শুভেচ্ছা। পাকিস্তান ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের অসামান্য অবদানের জন্য এ সম্মাননা।’  

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ইনজামাম-উল-হক দেশের হয়ে ১২০ টেস্টে ৮,৮৩০ রান করেছেন, যা পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ। ৩৭৮ ওয়ানডেতে তার রান ১১,৭৩৯। একমাত্র টি-টোয়েন্টিতে করেছেন ১১ রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,৫৪১ রান করে তিনি পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক।  

পাওয়ার প্লে-র যুগে দ্রুত রান তোলার সংস্কৃতিতে অন্যতম সফল ওপেনার ছিলেন সাইদ আনোয়ার। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে করেছেন ৪,০৫২ রান এবং ২৪৭ ওয়ানডেতে সংগ্রহ ৮,৮২৪। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে তার ১৯৪ রানের ইনিংসটি দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

পাওয়ার প্লেতে বা ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার সংস্কৃতি যখন চালু হয়, সেই সময় সেরা ওপেনারদের একজন ছিলেন সাইদ আনোয়ার। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে ৪০৫২ রান, ২৪৭ ওয়ানডেতে ৮৮২৪। ভারতের বিপক্ষে ১৯৯৭ সালে তার খেলা ১৯৪ রানের ইনিংসটি ছিল দীর্ঘ সময় ওয়ানডেতে সর্বোচ্চ।

পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত মিসবাহ ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর দলটির দায়িত্ব নেন। তার নেতৃত্বে ২০১৬ সালে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে পাকিস্তান। মিসবাহ দেশের হয়ে ৭৫ টেস্টে ৫,২২২ রান, ১৬২ ওয়ানডেতে ৫,১২২ রান এবং ৩৯ টি-টোয়েন্টিতে ৭৮৮ রান করেছেন। ক্যারিয়ার শেষে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।  

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হওয়া মুশতাক মোহাম্মদ ছিলেন টেস্ট ক্রিকেটে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ১৭ বছর বয়সে প্রথম টেস্ট সেঞ্চুরিও করেন তিনি। ৫৭ টেস্টে ৩,৬৪৩ রান এবং বল হাতে লেগ স্পিনে ৭৯ উইকেট শিকার করেছেন। তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় পায়।  

হল অব ফেমের এই চার নতুন সদস্যকে স্বতন্ত্র প্যানেলের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। প্যানেলটি গঠিত হয়েছিল পিসিবির আগের সদস্য, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকদের নিয়ে।

আরও পড়ুন

×