ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: ফারুক-লিপু বৈঠক আজ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: ফারুক-লিপু বৈঠক আজ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ০৯:১৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ | ১০:১২

বৈশ্বিক টুর্নামেন্ট বা দ্বিপক্ষীয় সিরিজের দল ঘোষণা কখনও মসৃণভাবে করতে পারেন না নির্বাচকরা। সব পক্ষের সঙ্গে আলোচনার পর বিসিবি সভাপতির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নেওয়ার প্রক্রিয়া থাকায় কম-বেশি টানাহ্যাঁচড়া লেগেই থাকে। এবার যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। সাকিব আল হাসানের ব্যাপারে বোর্ডের অবস্থান বা তামিম ইকবালের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকতে হয়েছে। 

১৫ সদস্যের দল চূড়ান্ত করতে ছোটখাটো আরও কিছু ইস্যু আছে। ফর্মহীন লিটন কুমার দাসকে দলে নেওয়া হবে কিনা। পাঁচ, না চার পেসার নেওয়া হবে– এ নিয়ে নির্বাচকরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন এখনও। এসবের অবসান হতে পারে আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সভায়। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে ফারুক-লিপুর সভা আজ মিরপুরে। কারণ, কাল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসিতে ১৫ ক্রিকেটারের নাম পাঠাতে হবে।

বিসিবি সভাপতির কাছ থেকে সবুজ সংকেত পেয়ে তামিম ইকবালের সঙ্গে সিলেটে বৈঠক করে নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচকের জোরাজুরিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’দিন সময় চেয়ে নিয়েছিলেন তামিম। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে গতকালই নির্বাচকদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা ছিল। যে কোনো কারণেই হোক তা হয়নি বলে জানান নির্বাচক প্যানেলের একজন সদস্য। তামিম কী ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তা মোটামুটি অনুমেয়। বয়স, সামাজিকতা ও আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পড়ার বিষয়টি মাথায় নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারছেন না তিনি। সাকিবকে দলে নেওয়ার বিষয়টিও অমীমাংসিত। রাজনৈতিক কারণ ছাড়াও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে বাঁহাতি অলরাউন্ডারের বিষয়টি ঝুলে আছে। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাচক আজকের সভায় এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন বলে জানা গেছে। কারণ কাল আইসিসিতে দল পাঠানোর বাধ্যবাধকতা আছে।

সিলেটে তামিমের সঙ্গে মিটিং শেষ করে ঢাকায় ফিরে বোর্ড সভাপতি ফারুকের সঙ্গে বৈঠক করার কথা ছিল লিপুর। সভাপতি বিসিবিতে না আসায় গতকাল মিটিং করা হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ ফিল সিমন্সের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুটি স্কোয়াড বানিয়ে রেখেছে লিপুর নির্বাচক প্যানেল। একটি তালিকায় সাকিব-তামিমকেও রাখা হয়েছে। কারণ অভিজ্ঞ চার ক্রিকেটারকেই দলে চেয়েছেন অধিনায়ক। যদিও বর্তমান বাস্তবতায় সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। অন্য তালিকায় রাখা হয়েছে নিয়মিত ক্রিকেটারদের– ওয়ানডে বিশ্বকাপের পর থেকে যারা নিয়মিত খেলছেন। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল চেয়েছিল একবার স্কোয়াড ঘোষণার পর পরিবর্তনের চিন্তাভাবনা করবেন না। এ কারণে আইসিসিকে তালিকা হস্তান্তরের দিন মিডিয়া ব্রিফিং করে দল ঘোষণা করতে চেয়েছিলেন তারা। নির্বাচকদের সে অবস্থানে অনড় না থাকার সম্ভাবনাই বেশি। সেটা হতে পারে সাকিবের কারণে। 

আরও পড়ুন

×